সুখের খোঁজে সুখ ত্যাজিয়াছি সুখে,
স্নেহ ভরা নীড় ছাড়িয়া ফিরি দুর্গমপথ মুখে।
সুখসাধন যত কণ্টক লাগে পায়েতে পরায় বেড়ি,
লক্ষ বাধা পেরিয়ে ছুটি লক্ষ্যের অভিমুখে।

আমাদের সমাজে মানুষ নিজের সুখ অন্বেষণে সদাই ব্যস্ত, দিবা নিশি এক করিয়া খুঁজিয়া মরিছে।তবে প্রত্যেকের সুখের ধরন ভিন্ন ভিন্ন। কেহ স্বচ্ছন্দের মাঝে সুখ তলাশ করে, কেহ খোঁজে ত্যাগে । কেহ বাড়িতে আরাম কেদারায় বসিয়া চায়ের কাপে চুমুক দিয়া নিজের সুখপিপাসার নিবারণ করে, আবার কেহ নিজের দেহমন কে ক্লান্ত করিিয়া বাড়ির ঘণ ছায়া হেলায় ত্যাজিয়া বেরিয়ে পড়ে দুর্গম পথে,আপন লক্ষ্যে, আপন গন্তব্যে নিজের মনসুখ পরিতৃপ্ত করিবার নেশায়। বহু যুগ যুগান্তর ধরি, মানুষ গৃহত্যাগী হইয়া ভ্রমণ করিয়া আসিয়াছে। সে যুগে ভ্রমণ এখনকার মত এত সহজ সুলভ ছিলনা, অধিকাংশ মানুষই পদব্রজে একপ্রান্ত হইতে পৃথিবীর আরেক প্রান্তে ভ্রমণ করিয়াছিলেন।এ নেশায় মানুষ আদিমকাল হইতেই আসক্ত, এ যাবৎ কাল অবধি তাহার ব্যাতিক্রম হয় নাই।

এখনো ছুটিছে মসৃণ সহজ সরল পথ ছাড়ি, পাথুরে গিরিখাত পথের আঁকাবাঁকা চড়াই উতরাই, উতলা পারাবার,তপ্ত মরু প্রান্তর ভাঙ্গিয়া আপন গন্তব্যে। গন্তব্যের যাত্রাপথ আরামদায়ক হয়না, ছায়া ভরা হয়না সর্বদা, রোদ,ঝড়,বৃষ্টি,কনকনে শীতলতার মধ্য দিয়ে লক্ষ্যে অবিচল থাকিয়া এগোতে হয়।দেহ ভাঙ্গিয়া পরে ক্লান্তির ভারে। তবুও নেশা কাটেনা। দূর্জয় কে জয় করিবার পণ, দুর্গম কে পার করিবার প্রতিজ্ঞা, মানুষ কে পৌঁছে দিয়েছে লক্ষ্যে। এই এত কষ্ট,ক্লান্তি,প্রতিকূলতার বাধা বিপত্তির পর যখন গন্তব্যে হাজির হয়, তখন মোহমুগ্ধ নয়ন চিৎকার করিয়া কহে,যে এ সুখ আর কোথাও নাই, এ যে পৃথিবীর বুকে সাজানো একটুকরো স্বর্গ। সেই এক লহমায় কাটিয়া যায় দেহে জড়ানো ক্লান্তি কষ্টের সমস্ত লেশ।

বিশ্ব চরাচরের কোনায় কোনায়, ঈশ্বর আপন শৈল্পিক পরশ বিছায়ে রাখিয়াছে, তার করুণার কোনো অভাব রাখেন নাই পৃথিবীর বুকে। মাথার উপর আকাশ দিয়াছেন, তাহা সাজাইয়াছেন হরেক তারকারাশি দ্বারা। পায়ের তলায় ধরিত্রী দিিয়াছেন তাহাতেও ঢালিয়া দিয়েছেন হরেক নেয়ামত। আমরা গৃহবাসী রা তার আর কত টুকু নাগাল পাইয়াছি, আর কত টুকুই বা চাক্ষুষ করিয়াছি। আমি আপনাকে ভাগ্যশালী বলিয়াই মনে করি, যে আমিও সেই আদিম নেশায় নিজেকে আসক্ত করিতে পারিয়াছি, দ্বিচক্র যান কে আপন ডানা বানাইতে সক্ষম হইয়াছি, আর একটু একটু করে উড়িতে শিখিয়া,এখন লম্বা উড়ান এর স্বপ্ন সাজায়ে বসিিয়া আছি, সুযোগ আসবে আর পাড়ি দেবো সুখসন্ধানে, দূর্গমতা কে জয় করিিতে সেই অজানা অদেখা গন্তব্যের উদ্দেশ্যে। হাজার প্রতিকূলতা কাটায়েে, সেখানে পৌঁছাইয়া আমারও দুই মোহমুগ্ধ নয়ন চিৎকার করিয়া কহিয়া উঠিবে, আহা এই সুখ আর কোথাও নাই, এ যে এক টুকরো স্বর্গ।

(চলবে)…